মালদা:- চোরাই মোটর বাইক সহ দুই আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার সাহাপুর বাইপাস এলাকায় হানা দিয়ে দুজনকে আটক করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গা এলাকা থেকে ১১ টি মোটরবাইক উদ্ধার করে মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মোটর বাইক চুরির অভিযোগ পেয়ে বালা সাহাপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের বাইপাসে কালিয়াচকের দিক থেকে আসা দুই মোটর বাইক আরোহীকে আটক করে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দু’টি চোরাই মোটর বাইক উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। জিজ্ঞাসাবাদের পর পুরাতন মালদার জলঙ্গা এলাকা থেকে আরও ৯টি চোরাই মোটর বাইক উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানিয়েছে ধৃতদের নাম, ইমরান আলী (২৬)। বাড়ি পুরাতন মালদার জলঙ্গা এলাকায়। আরেকজনের নাম, মুস্তাফিজুর রহমান (২৫)। বাড়ি বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায।
শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।