পাহাড়ে উঠতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

সৌজন্য কড়াকড়ি, পাহাড়ে উঠতে লাগছে দ্বিগুণ ভাড়া
বাংলায় চলছে কার্যত লকডাউন। তবে বেশকিছুটা শিথিল হয়েছে বিধিনিষেধ। মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশিকা অনুযায়ী ৫০% যাত্রী নিয়ে চলতে পারবে যানবাহন। আর সেই কারণেই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এর কারণ খুঁজে পাওয়া গেল, যেখানে আগে ৮জন থেকে ১০জন যাত্রী ধরত একটি গাড়িতে সেখানে এখন ৪-৫জন যাত্রী নিতে বাধ্য হচ্ছেন গাড়ি চালক। কিন্তু তাঁকে একই দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এদিকে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে পেট্রোল ডিজেলের। তারমধ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে গাড়ি চালানো কার্যত অসম্ভব। তাই অগত্যা ২০০ টাকার ভাড়া বাড়িয়ে ৩৫০-৪০০ টাকাও হয়ে গিয়েছে বলে দাবি যাত্রীদের। একেই যাত্রী সংখ্যা কম, তার উপর বর্ধিত ভাড়ার জন্য বাড়ছে যাত্রী বিক্ষোভ. পর্যটনের সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটর থেকে গাড়ি চালক মাথায় হাত পড়েছে সকলেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *