মালদা-সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কালিয়াচক-২ ব্লকের পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার মেয়াদ ৩ বছর হতে চললো। এই কয়েক বছরে আমি ৩৫ কোটি টাকার রাস্তা তৈরি করেছি। আমার এলাকায় কোথাও কাঁচা রাস্তা আর নেই। এত কাজ করার পরও বিজেপি-কে সঙ্গে নিয়ে বিরোধী সদস্যরা আমাকে অপসারিত করল। তা কিছুতেই মেনে নেওয়া যায় না।’নাম না করে মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করে বলেন, ‘স্থানীয় বিধায়কের অঙ্গুল তুলেন টিঙ্কু রহমান বিশ্বাস আরো বলেন বিজেপি-কে সঙ্গে চলছে এখানে তৃণমূলের যা দল বিরুদ্ধ কাজ। আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি। অথচ উনি উড়ে এসে জুড়ে বসে আমাদের মূল তৃণমূলীদের গদিচ্যুত করছেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রতিশোধস্পৃহা থেকে এই কাজ করছেন। আমি দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি।’
Related Posts
১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
এখনও পর্যন্ত প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও রাজ্যের প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন…
সপ্তমী থেকে দশমী পর্যন্ত কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস
সপ্তমী থেকে দশমী পর্যন্ত কয়েকটি জেলায় বেশি বৃষ্টি হতে পারে | ষষ্ঠীতে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে | তবে…
সোমবার আরজি কর মামলার পঞ্চম শুনানি
সোমবার আরজি কর মামলার পঞ্চম শুনানি ছিল সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বিস্ফোরক অভিযোগ তোলেন। আইনজীবী ফিরোজ এডুলজির…