মালদা,ঃ-আবারো কানে ফোন নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে গাড়ির ধাক্কায় আহোত দুই। একেবারে রাস্তায় না একেবারে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরেই ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হলেন এক বৃদ্ধা। আহত হয়েছে তার পাঁচ বছরের নাতনিও। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে রোগীর সঙ্গে দেখা করতে আসেন মালদার হবিবপুরের বাসিন্দা রাধারাণী মণ্ডল। সঙ্গে ছিল তার পাঁচ বছরের নাতনি সায়ন্তিকা মণ্ডল। যখন হাসপাতালের সামনে তারা অপেক্ষা করছিলেন সেই সময় একটি মারুতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই তাদের ধাক্কা মারে। গাড়ির চাকার নিচে হাত চাপা পড়ে যায় বৃদ্ধার। গাড়ির ধাক্কায় আহত হয় তার নাতনিও। চিৎকার শুনে হাসপাতাল চত্বরে উপস্থিত জনতা কোনও রকমে গাড়িটি দাঁড় করান ও তাদের উদ্ধার করেন। জানা গেছে ওই গাড়ির চালক কানে মোবাইল লাগিয়ে কথা বলতে বলতে গাড়ি স্টার্ট করাতেই ওই দুর্ঘটনা ঘটে যায়।
Related Posts
ছিনতায়ের উদ্দেশ্যে জ্বরো হলেও পুলিশের জালে ধরা পড়লো এক ছিনতাইবাজ
মালদাঃ-ছিনতায়ের উদ্দেশ্যে জ্বরো হলেও পুলিশের জালে ধরা পড়লো এক ছিনতাইবাজ। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের একটি…
বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
উত্তরবঙ্গের সব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বইতে পারে দমকা…
অবশেষে মিলল বৃষ্টির দেখা
টানা ন’দিন ধরে নজিরবিহীন-ভাবে স্থবির থাকার পর অবশেষে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অবশেষে, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ…