গতকালই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে | তার সঙ্গে পেশ করা হয়েছে রেল বাজেট | আর তাতে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1100 কোটি টাকা | গতবারের তুলনায় এবারে বরাদ্দের পরিমাণ অনেকটাই বেশি | তাই প্রকল্পের কাজ করতে যাতে কোনো সমস্যা না হয় সে কারণেই এবারে এই প্রকল্পের আরো বেশি বরাদ্দ রয়েছে, বলে জানা গিয়েছে | হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দ্রুত করার চেষ্টা চালানো হচ্ছে মেট্রো তরফ থেকে | সূত্রের খবর, জোকা-বিবাদী বাগ এবং নিউ গড়িয়া এয়ারপোর্ট প্রকল্পে ও অর্থ বরাদ্দ গতবারের তুলনায় কিছুটা বাড়ছে | বরাদ্দ বাড়তে পারে নোয়াপাড়া বারাসাত প্রকল্পেও |
Related Posts
ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা
ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তিনটি কল…
ভোট প্রচারে তৎপর মুখ্যমন্ত্রী
গত মঙ্গলবারই কলকাতা উত্তর ও দক্ষিণে জোড়া পদযাত্রা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে ওইদিনই উত্তর কলকাতায় পদযাত্রা করেন নরেন্দ্র মোদিও৷…
মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল
বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল | গত ৫ই মার্চ ২০১০ সালের মঙ্গল কোট মামলায় বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল |…