মালদা-ব্যাঙ্কের তিন কর্মীর করোনা রিপোট পজিটিভ আশায়, আতঙ্কে অনর্দিষ্ট কালের জন্য বন্ধ করা হল সংশ্লিষ্ট ব্যাঙ্ক। এদিকে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শাখায় টাকা তুলতে এসে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকেরা। দীর্ঘক্ষণ ধরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে অররোধ ওঠে।আগামী মঙ্গলবার যথারীতি ব্যাঙ্ক খোলা বলে বলে আশ্বাস দিয়েছেন পুলিশাধিকারিকরা। ঘটনাটি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ।এক গ্রাহক গিতা সিংহ বলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমার ছেলে ব্যাঙ্গালোরে চিকিৎসাধিন এখন ছেলের চিকিৎসা জন্য টাকা লাগবে কি করে পাবো এখন টাকা ‘ব্যাঙ্কের কর্মীরা বলেছে করোনা জন্য ব্যাঙ্ক অনিদিষ্টিট কালের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।কি করে আমার ছেলে চিকিৎসা করাবো। এই পরিস্থিতি জন্য আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এ ভাবে আগে থেকে না জানিয়ে ব্যাঙ্ক বন্ধ করার কোনো মানেই হয় না। এখন আমরা কী করে টাকা তুলবো।আমার মতো অনেকেই সমস্যায় পড়েছেন।’
Related Posts
আর বিএসএফের অলিখিত ফতোয়ার জেরেই সমস্যায় পড়েছে আস্ত একটি গ্রাম
একেই নিজভূমে পরবাসী অবস্থা গ্রামবাসীদের । তার উপরে এবারে বিএসএফের বিরুদ্ধে অলিখিত ফতোয়া জারির অভিযোগ । আর বিএসএফের এমন অলিখিত…
ময়নাগুড়ি ব্লকের রাজাহাট মোড় সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের অভিযোগ
দিন দুপুরে ময়নাগুড়ি ব্লকের রাজাহাট মোড় সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের অভিযোগ। একটি পেট্রোল পাম্পের দুই কর্মী পাম্পের টাকা ব্যাঙ্কে জমা দিতে…
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শান্তিনিকেতন
বছরের প্রথম ঘণ্টাখানেকের কাল বৈশাখী ঝরে লন্ডভন্ড করে দিয়ে গেল বোলপুর শহরকে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায়…