মুর্শিদাবাদ জেলার কান্দি রুদ্রদেবের গাজন লোক উৎসব পালিত হলো মহা সমারোহে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন কান্দির রূপপুর মন্দির থেকে বাবা রুদ্রাদেব পালকি করে কান্দির হোম তলা মন্দিরের উদ্দেশে যাত্রা করেন ।অগণিত ভক্ত সাধারণ মানুষ বাবা রুদ্রদেব কে দেখার জন্য এবং বাবাকে গঙ্গাজল দূধ ডাবের জল দিয়ে স্নান করানোর জন্য বাবার যাত্রাপথের দুধারে অপেক্ষা করে । নদীর ধারে অবস্থিত হোম তলা মন্দিরে বাবার যজ্ঞ সহকারে বিশেষ পূজা হয়, কান্দি ব্লকের অনেক গ্রামের মানুষ চৈত্র সংক্রান্তির আগের দিন ভিড় জমান কান্দির হোমের মেলা দেখতে। এই হোমের মেলা তে কাঠের তৈরি দরজা জানালা থেকে শুরু করে হরেক রকম পসরা নিয়ে দোকান সাজান মেলায় আগত ব্যাবসায়ীরা। বাবা রুদ্রদেব
একরাত্রি বিশ্রাম নেন কান্দির হোম তলা মন্দিরে,সংক্রান্তির দিন সকালে বাবা রুদ্র দেব হোম তলা থেকে রওনা দেন রূপপুর মন্দিরের উদ্দ্যেশে । ঐ দিন ও অগণিত মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে সকাল থেকে।বাবার এই শোভা যাত্রা শেষ হয় রূপপুর মন্দিরে।বাবার ভক্তরা রুদ্র দেব কে বাবা ভোলা নামে ও ডাকে ।