গত 15 ই মে গড়ফার গাঙ্গুলী পুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ | প্রথম অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত হলেও পরে পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় | এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় সাগ্নিক চক্রবর্তীকে |
এবার অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর মামলায় তার বান্ধবী ঐন্দ্রিলা কে তলব করল গড়ফা থানার পুলিশ | রবিবার দুপুর দুটোয় থানার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে | পরিবারের তরফের অভিযোগের ভিত্তিতে বান্ধবী ঐন্দ্রিলাকে তলব করেছে পুলিশ |