বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা

গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ | নির্ধারিত দিনের পর এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় দেখা নেই বর্ষার | তবে আলিপুর আবহাওয়া দপ্তর এর সূত্র খবর, আরো দু-তিন দিন সময় লাগবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করতে | এরই মধ্যে আজ দুপুরে ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তার জেরে পরিবর্তন হয়েছে আবহাওয়ার |

উত্তরবঙ্গের আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টি চলবে বলে জানা গেছে | রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে | জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা |

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *