টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯। বরাবরের মতো এই সিজনেও সঞ্চালকের ভূমিকায় দর্শক দেখতে পাচ্ছেন সলমন খানকে। এবারের বিগ বস’এ প্রতিযোগী হিসাবে রয়েছেন অমল মালিক। আর সেখানেই দুপুরের ভাতঘুম দেওয়ার ইচ্ছাপ্রকাশ করায় অমলকে তা থেকে বিরত রাখতেই নিজের জীবনের নানা কথা, অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় ভাইজানকে।
বিগ বস’র শনিবারের বিশেষ পর্বে প্রতিযোগী অমল মালিকের সঙ্গে একপ্রকার নিজের জীবনদর্শন ভাগ করে নিলেন সলমন। বলিউডের সুপারস্টার বলেন,”জীবনটাকে সবসময় উপভোগ করা উচিত। জীবনে সবসময় কাজকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জীবনের বেশিরভাগ সময়টা আমরা কাটিয়ে ফেলেছি। এবার সামনে আরও কিছুটা পথ বাকি। সেই দিনগুলোর সংখ্যা খুবই কম আর তাই আমাদের হাতে সময়ও খুব কম। জীবনে সবসময় অ্যাক্টিভ থাকার একটাই উপায় নিজে সবসময় অ্যাক্টিভ থাকা।’