হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মাঝ ডিসেম্বের তিলোত্তমায় অনুভূত শীতের আমেজ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। পথঘাট মুড়েছে কুয়াশা। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে।
শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে কুয়াশার দাপট। তিলোত্তমার ছবিটাও এক। অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিন এরকমই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের চার জেলা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির নিচেই।