বৃহস্পতিবার বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। যার জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়। সোমবার কলকাতা পুরসভায় ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। নিকাশি দপ্তরের সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংও। আজ, মঙ্গলবার ফের একবার কলকাতার ষোলোটি বরোর সঙ্গে বৈঠকে বসবেন মেয়র পারিষদ। দুর্গাপুজো শেষ হয়েছে সবে। শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি।
বাংলার আকাশে অশনি সঙ্কেত! আন্দামান সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। ফের বড়সড় রদবদলের ইঙ্গিত আবহাওয়ার। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছে এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন এই নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হওয়ার আশঙ্কা। ২২ অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। যার অভিমুখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস। ২৪ অক্টোবর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশে এই নিম্নচাপের আসার সম্ভাবনা।