রক্ত সংকট মেটাতে নয়া উদ্যোগ

মালদা: একদিকে দেশজুড়ে চলছে মহামারীর করোনার দ্বিতীয় ঢেই,অন্যদিকে রাজ্যে জুরে রবিবার সকাল থেকে লগডাউন, মালদা জেলা জুরে মালদা ব্লাড সেন্টারে তীব্র রক্ত সংকট ঘাটতি মেটাতে মারিয়া চেষ্টা করছেন বিভিন্ন সংগঠন। এই রকম চরম সংকটময় সামাজিক পরিস্থিতিতে এই করোনা মহামারীর মধ্যেই সরকারি স্বাস্থ্যবিধি মেনে হবিবপুর ব্লকের ৯মাইল নবীন শ্যামা সংঘের উদ্যোগে পাকুয়াহাট সমাবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় রবিবার এক ভ্রাম্যমাণ রক্তদান শিবির আয়োজন করা হয় হবিবপুর ব্লকের ৯ মাইল বাসস্ট্যান্ডে। এদিনের রক্তদান শিবিরে ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান করেন। এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে কোভিড বিধি মেনে মোট ২৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বনিক,ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টারে চিকিৎসক ডা: সুশান্ত ব্যানাজি, সুরজিৎ মন্ডল,৯মাইল নবীন শ্যামা সংঘের সভাপতি সাগর মুমূ অনুপ চৌধুরী সহ অন্যান্যরা।সকল রক্তদাতাকে সংস্কাপত্র , একটি করে চাড়াগাছ দিয়ে সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সম্পাদক বরুন কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *