মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান বিভিন্ন সময়ে শুধু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়নি, রীতিমতো প্লাটিনাম ডিস্ক পেয়েছে। মহালয়ায় প্রকাশিত তাঁর গান পুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। সুরুচি সংঘের পুজোর থিম সং এখনও অজস্র মানুষের মোবাইলে রিং টোন হয়ে ঘুরছে। এবছরও মুখ্যমন্ত্রীর যে ছয়টি গান একসঙ্গে রিলিজ হয়, তার সমস্ত গানই জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গিয়েছে। কিন্তু কখনওই তৃণমূল নেত্রীর সমস্ত গান একসঙ্গে, এক মঞ্চে শোনার সুযোগ পাননি সংগীতপ্রেমীরা। এবার সেই সুযোগ এসে গিয়েছে বাংলার সাধারণ মানুষের কাছে। আগামী ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে একটি বিশেষ কনসার্ট হচ্ছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে।
স্বামী বিবেকানন্দর জন্মদিন তথা যুব দিবসে এই কনসার্ট এক বিশেষ মাত্রা নিতে চলেছে। কনসার্টে অংশ নেবেন গানগুলি যাঁরা করেছেন, সেই সমস্ত প্রতিথযশা শিল্পীরাই। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী।