মালদা:- মঙ্গলবাড়ী মহানন্দা সেতু সংস্কারের কাজের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছিল মঙ্গলবাড়ী মহানন্দা সেতু। অবশেষে সরকারের উদ্যোগে বেশ কিছুদিন ধরেই চলছে সংস্কারের কাজ। 320 মোড় সংলগ্ন এলাকায় সেতুর যে সংস্কারের কাজ চলছে তা অত্যন্ত নিম্নমানের। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজে যে রড দিয়ে কাজ হওয়ার প্রয়োজন তা না দিয়ে নিম্নমানের সরু রড দিয়ে কাজ করা হচ্ছে এছাড়াও ভাঙ্গা নিম্নমানের ইট দিয়েই ব্রীজ সংস্কার করা হচ্ছে। যেকোনো মুহূর্তেই আবার ভেঙে পড়তে পারে। রাতের অন্ধকারে মানুষের চোখের আড়ালে করা হচ্ছে এই সেতুর কাজ। এই ধরনের কাজ হলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই এদিন এলাকাবাসীরা কাজ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের আরও দাবি পুরো ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ সেতুর কাজ করতে দেওয়া হবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবাড়ী মহানন্দা সেতু সংস্কারের কাজের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের
