করোনায় আক্রান্ত হওয়ার মাত্র কয়েকদিন আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য. টিকা নিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সেই কারণেই, কোভিড উভয়ের শরীরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে দুজনেই স্থিতিশীল রয়েছেন। রবিবারই হাসপাতালে থেকে ছাড়া পাচ্ছেন মীরা ভট্টাচার্য। এদিকে, সুস্থতার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীও।
টীকা নিয়েও আক্রান্ত বুদ্ধদেব, চিন্তা বাড়ছে চিকিৎসকদের
