ফের একবার দাম বাড়ল পেট্রল-ডিজেলের. মুম্বইয়ে আগেই সেঞ্চুরির ঘরে ব্যাট করছিল পেট্রল, আজ মঙ্গলবার দেশের বাণিজ্যনগরীর পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছে ভোপাল ও ব্যাঙ্গালোরেও৷ আজ সকালে, লিটার প্রতি দাম বেড়েছে পেট্রলের৷ পাল্লা দিয়ে ঊর্ধ্বগামী ডিজেলও। দেশের চার মহানগরীতে দাম বেড়েছে পেট্রলের। পাল্লা দিয়ে দেশের অন্য শহরগুলিতেও দামের পারদ চড়েছে এই দুই জ্বালানির৷
ফের একবার দাম বাড়ল পেট্রল-ডিজেলের
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/06/images-2021-06-06T160208.340.jpeg)