লাগাতার বৃষ্টিতে ব্যাহত শিলিগুড়ির জন জীবন. বিগত কিছু দিন ধরে লাগাতার বৃষ্টি শিলিগুড়ি ও তার আসে পাশের এলাকা গুলোতে যার ফলে দুর্ভোগে সাধারণ মানুষ. প্রয়োজনীয় কাজে যারা বাড়ি থেকে বের হয়েছে তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ছাতা ও রেইনকোটের ব্যাবহার করছে।একে তো সংক্রমণকাল জার ফলে রাজ্যে চলছে বিধি-নিষেধ তার ওপর লাগাতার বৃষ্টি রাস্তায় পথ চলতি লোকের সংখ্যা অনেকটাই কম জার ফলে প্রভাব পড়ছে ছোট ব্যবসায়ীদের রোজগারে। এক রিস্কা চালক জানান দীর্ঘ সময় ধরে দাড়িয়ে থাকার পরও যাত্রীর দেখা মিলছে না বৃষ্টির ফলে। পাশাপাশি এক বিক্রেতা জানান বৃষ্টির ফলে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না ফলে রোজগার অনেকটাই কম।
লাগাতার বৃষ্টিতে ব্যাহত শিলিগুড়ির জন জীবন
