লাগাতার বৃষ্টিতে ব্যাহত শিলিগুড়ির জন জীবন. বিগত কিছু দিন ধরে লাগাতার বৃষ্টি শিলিগুড়ি ও তার আসে পাশের এলাকা গুলোতে যার ফলে দুর্ভোগে সাধারণ মানুষ. প্রয়োজনীয় কাজে যারা বাড়ি থেকে বের হয়েছে তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ছাতা ও রেইনকোটের ব্যাবহার করছে।একে তো সংক্রমণকাল জার ফলে রাজ্যে চলছে বিধি-নিষেধ তার ওপর লাগাতার বৃষ্টি রাস্তায় পথ চলতি লোকের সংখ্যা অনেকটাই কম জার ফলে প্রভাব পড়ছে ছোট ব্যবসায়ীদের রোজগারে। এক রিস্কা চালক জানান দীর্ঘ সময় ধরে দাড়িয়ে থাকার পরও যাত্রীর দেখা মিলছে না বৃষ্টির ফলে। পাশাপাশি এক বিক্রেতা জানান বৃষ্টির ফলে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না ফলে রোজগার অনেকটাই কম।
Related Posts
পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জল্পনা
শারীরিক অসুস্থতার বিষয়টা সামনে এনে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী | তবে এবার পার্থ চট্টোপাধ্যায়ের উক্তি ঘিরে তৈরি হয়েছে…
বৃষ্টিতে ভিজল কলকাতা
গত কালকের পর আজকেও দিন ভোট বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | তুলনামূলকভাবে গতকালকের তুলনায় বেড়েছে বৃষ্টির পরিমাণ | উত্তর ও দক্ষিণ…
কলকাতাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে। আগামী…