রাতের অন্ধকারে লোকালয়ে হানা। স্কুলের ঘর ভেঙ্গেভ মিড ডে মিলের যোগান খেয়ে গেল হাতির দল।এলাকায় তান্ডব চালিয়ে ভাঙ্গল ৫টি ঘর। বৃহস্পতিবার গভীর রাতে ভারী বৃষ্টির সুযোগে এলাকায় হানা দেয়।প্রায়শই রাতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে এই ধরনের ঘটনা অব্যাহত বলে অভিযোগ।এদিন গভীর রাতে মরাঘাট জঙ্গল থেকে একটি হাতির দল সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া নেপালি বস্তি ও সজনাপাড়া কলোনিতে ৫টি ঘর ভাঙ্গে। একটি প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরের দেওয়াল ভেঙে দিয়ে সেখানে মজুত মিড-ডে-মিলের চাল খেয়ে নেয়।এক অসহায় বৃদ্ধার দোকানের দেওয়াল ভেঙ্গে জিনিস নষ্ট করার পাশাপাশি দোকানের একটি ফ্রিজকে ভেঙ্গে দেয়।
স্থানীয় সূত্রে খবর এদিন একটি হাতির দল বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তান্ডব চালিয়ে ৫টি ঘরের পাকার দেওয়াল ভেঙে দেয়।ছোটো দুটি শিশু সন্তান নিয়ে প্রাণে বাঁচেন বিষ্ণুমায়া রাই নামে এক মহিলা। প্রতিরাতে হাতির তান্ডবে আতঙ্কিত এলাকাবাসী।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি গুলিতে আসে বনদপ্তর।
মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান,নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ক্ষতিপূরণ পাবেন।পাশাপাশি বনদফতরের পক্ষ থেকে নজরদারি চালানো হবে।