মালদাঃ-মদ্যপ অবস্থায় নৌকায় সফর। নৌকা ডুবে মৃত এক, আহত তিন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। মৃত যুবকের নাম সঞ্জিত সোরেন (২৫)। তিনি হবিবপুরের মিনাডাঙার বাসিন্দা বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙা থেকে যাত্রাডাঙায় আসেন সঞ্জিত ও তার তিন সঙ্গী।এলাকা সুত্রে জানা গিয়েছে রবিবার নৌকা করে বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় নৌকাটি। মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয় সঞ্জিতের।আহত তার তিন সঙ্গী। পরে সঞ্জিতের দেহ খুঁজে পান তার সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।রবিবার রাতে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।
Related Posts
দক্ষিণবঙ্গের বৃষ্টির বিরতি
আজ উত্তরবঙ্গে তিনটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা | তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা | আজ সকাল থেকেই…
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা। আজ…
বৃষ্টিকে উপেক্ষা করে দুয়ারে সরকার কর্মসুচীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে স্বাগত জানালো এলাকাবাসীরা
বৃষ্টিকে উপেক্ষা করে ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসুচীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানালো এলাকার লোকজনেরা। লাল পাড় সাদা শাড়ি…