মালদা- রবিবার 50 বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোচার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার এর সমর্থনে জনসভায় করতে আছেস, প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী। এদিন দুপুর ২টা৪৫নাগাদ মোহনবাগানের মাঠে হেলিপেঠ হেলিকপ্টার নামে তারপর সেখান থেকে গাড়িতে করে আইহো ফুটবল মাঠে সভা করেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু ফাঁকা মাঠে জনসভা সারলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। রবিবার মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে প্রচারে আসেন। সংশ্লিষ্ট আইহো ফুটবল মাঠে এদিন জনসভার আয়োজন করা হয়। হেলিকপ্টারে আসেন তিনি। কার্যত ফাঁকা মাঠের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘এমনিতে চলছে করোনা আবহ। তার মধ্যে চলছে রমজান মাস। পাল্লা দিয়ে তীব্র গরম। তার মধ্যে নির্বচন কমিশন সময় বেঁধে দিয়েছে। এর পরেও মানুষ এসেছে জনসভায়।’ তিনি ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে মানুষের কাছে ভোট চেয়ে বলেন, ‘এলাকায় অন্যায়, হিংসা দেখলেই প্রতিবাদ নামে এখানকার বিদায়ী বিধায়ক। তিনি এলাকার মানুষের বিশ্বাস। তাই তাঁকে আবার ভোটে জিতিয়ে আনতে হবে আপনাদের।’
Related Posts
হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রাজ্যে
আজ সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি খেলা | তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে | কলকাতা ও…
ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোয়
পুরো পুজোই বৃষ্টির পূর্বাভাস আছে৷ ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ রবিবার উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টির…
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে…