৪ এপ্রিল ইটাহার: বিধান সভার ভোট প্রচারে বিজেপির ভোট প্রচারের গাড়ি ভাঙচুর কে কেন্দ্র করে ইটাহার থানায় বিক্ষোভ সহ উত্তেজনা ছড়িয়েছে ইটাহারে। গতকাল সন্ধ্যা রাতে ইটাহার বিধান সভার বিজেপির পাথী’ অমিত কুমার কুন্ডুর সমথ’নে একটি ছোট মারুতি গাড়িতে মাইক বাজিয়ে জনা চারেক কমি’ সারাদিন প্রচার শেষে সন্ধ্যা রাতে গুলন্দর এক অঞ্জল থেকে ফেরার পথে রাস্তায় তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস স্কৃতিরা বিজেপির গাড়ি ভাংচুর ও কমি’দের মারধর করে বলে অভিযোগ বিজেপির আহত কমি’ ও নেতৃত্ব দের অভিযোগ, অভিযোগ কে কেন্দ্র করে ইটাহার থানার সামনে গভীর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখান দুস স্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির কমি’ সমথ’করা, খবর পেয়ে ছুটে আসে বিজেপির পাথী’ অমিত কুমার কুন্ডু, অবশেষে দীর্ঘ আন্দোলনের শেষে ইটাহার থানার আইসি আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হলেও ইটাহার থানায় লিখিত অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে ও আহতদের ইটাহার ব্লক স্বাস্হ কেন্দ্রে চিকিৎসা করার ব্যাবস্থা করা হয়। তবে বিজেপির আনা এই অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করেন ইটাহার বিধান সভার তৃনমূল কংগ্রেসের পাথী’ মোশারফ হোসেন তিনি বলেন কোনো এই ধরনের ঘটনা হয়নি বিরোধীরা নিজেরাই পরিকল্পনা করে ঘটনা ঘটিয়ে তৃনমূল কংগ্রেসের নাম করছে। যদিও এদিন থানা প্রাঙ্গণে ছবি করার সময় ইটাহার থানার এক পুলিশ অফিসার ছবি তুলছেন কে পারমিশেন আছে বলে বাধা দেয় সংবাদ মাধ্যম কে।
Related Posts
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় অশনি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি | গত দুদিনের বৃষ্টির ফলে কিছুটা কমেছে গরম | ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে…
টানা একমাসের ভ্যাপসা গরম থেকে মুক্তি
টানা একমাসের ভ্যাপসা গরম থেকে মুক্তি। অবশেষে স্বস্তির বৃষ্টি তিলোত্তমায়। সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।…
টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়
টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক…