ইসলামপুর বাস টার্মিনাসে পৌরসভার আবাসনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

ইসলামপুর বাস টার্মিনাসে রবিবার সকালে পৌরসভার আবাসনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামপুর পৌরসভার আবাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সাফাইকর্মী পৌর আবাসনের ২০ নম্বর রুমে সাফাই করতে গেলে দরজা বন্ধ দেখতে পায়। এছাড়াও ওই ঘরের সামনে থেকে প্রচন্ড দুর্গন্ধ পাওয়া যায়। সাফাইকর্মীর থেকে পৌর আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মী বিষয়টি জানতে পেরে ইসলামপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। ঘরের বৈদ্যুতিক পাখার সাথে দড়িতে ঝুলে ছিল দেহটি। পৌর আবাসন সূত্রে আরও জানা গিয়েছে, রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা বছর ৩৫ য়ের শান্তনু পাল গত ১৫ এপ্রিল থেকে ইসলামপুর বাস টার্মিনাসের পৌর আবাসনের ২০ নম্বর রুমে ছিলেন। মৃত শান্তনু পেশায় বেসরকারী সংস্থার সেলস ম্যান পদে ছিলেন বলে সূত্রের খবর। প্রতিদিন সকালে সাফাইকর্মী ঘর পরিষ্কার করতে গেলেও দরজা বন্ধ দেখে ফিরে আসতেন। ওই ঘর থেকে মোবাইল ফোন আইকার্ড কিছু কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে ঠিক কি কারনে ওই ব্যক্তি আত্মঘাতী হলেন বা এই ঘটনা আদৌ আত্মহত্যা না খুন সেসমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *