গঙ্গারামপুরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

গঙ্গারামপুর:গঙ্গারামপুরে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক বিজেপি কর্মীর।ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।তেমনি ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃত বিজেপি কর্মীর পরিবার সহ এলাকার মানুষজন।জানা গেছে মৃত ওই বিজেপি কর্মীর নাম মানবেশ দাস(৪২)পেশায় ছিলেন গাড়ী চালক।পাশাপাশি তিনি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন।যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি থানায়।জানা গেছে মৃত ব্যক্তি মানবেশ দাস গঙ্গারামপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের ৬০নং বুথের সভাপতি ছিলেন।উল্লেখ্য গত মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার ধর্মকাঁটা এলাকায় বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।ঘটনায় আহত হয় দুই বিজেপি কর্মী। ঘটনার পরে আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখানে মানবেশ দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।সেখানেই গত দু’দিন ধরে চিকিৎসা চলার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। এমন খবর গঙ্গারামপুরে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে।পাশাপাশি এদিন মৃত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার,বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় অন্যান্য কার্যকর্তারা।ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললেন মৃতের পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *