18 কেজি গাঁজা উদ্ধার করল পাতিরাম পুর থানার পুলিশ

বালুরঘাট; জাতীয় সড়কে নাকাচেকিং চালানোর সময় একটি বাসে তল্লাসি চালিয়ে তিনজন মহিলার কাছ থেকে ১৮ কেজি গাজা আটক করল পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরামের তালতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। গাজা উদ্ধার করার পাশাপাশি যে তিনজন মহিলার কাছ থেকে ওই বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে পতিরাম থানার পুলিশ তাদের ও আটক করে পতিরাম থানায় নিয়ে আসে বলে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান গতকালও জেলার বালুরঘাট থানা ২২ কেজি গাজা উদ্ধার করেছিল।সুতরাং হঠাৎ করে গাজা পাচারকারিরা এই জেলাকে করিডর হিসেবে ব্যবহ্যার করতে চাইছে কিনা তা ওই তিন মহিলাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
অপরদিকে যে তিনজন মহিলাকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ তাদের মধ্যে রীতা বর্মন ও শেফালী মহন্ত দুজনের বাড়ি হিলি থানার বালুপাড়া এলাকায় অন্যজন হলেন হিলি থানার ত্রীমোহিনীর বাসিন্দা অষ্টমী সরকার বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *