বেহালা বিরেন রায় রোড ইস্ট এ S B I এর এটিএম ভেঙে লুট করার চেষ্টা। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে টাকাপয়সা কিছু বার করতে পারেনি। এটিমের মনিটরটা ভাঙ্গা হয়েছে। এটা গতকাল গভীর রাতের ঘটনা। এটিএম এর পাশে একটি মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানের কর্মী সকাল বেলা আটটার সময় দোকান খুলতে এসে দেখেন এটিএমের ঘরের ভেতর কাচ ভেঙ্গে পড়ে আছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। কি বা কারা এ ঘটনা ঘটানো তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
Related Posts
দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে
উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। সব…
জোরাল মৌসুমী বায়ু, বৃষ্টি চলবে রাজ্যে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে জোরাল ভাবে রয়েছে মৌসুমী বায়ু. যে কারণে একদিকে যেমন প্রায় সবকটি জেলাতেই অতিভারী বৃষ্টি হয়েছে, আবার আগামী…
অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর
অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী সপ্তাহে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে শহরবাসী। সোমবার থেকে কলকাতা-সহ…