ধাপে ধাপে লকডাউন উঠতে শুরু করেছে দেশটায়। কড়াকড়ির রাশ কমেছে অনেকটাই। ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে অল্প অল্প করে ছন্দে ফিরছে ব্রিটেনের মানুষ। সপরিবার কেউ কাছে-পিঠে ছুটি কাটাতে যাচ্ছেন, কেউ বা সামাজিক দূরত্ববিধি মেনে ভিড় জমাচ্ছেন রেস্তরাঁ আর পাবে। প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যে ঘোষণা করেছেন, ২১ জুন থেকে সমস্ত নিয়ন্ত্রণ উঠে যাবে। মিলবে মুক্তির হাওয়া।
রানীর দেশে উঠছে লক ডাউন
![](https://timesofbengal.com/wp-content/uploads/2021/06/images-2021-06-02T133529.669.jpeg)