ফরাক্কায় এসে পৌছালেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ, শনিবার বেলা ৩:১৫ নাগাদ ফরাক্কা এনটিপিসি মোড়ের চৌকিগ্রামে রাজ্যের নেতা হেমন্ত ঘোষের বাড়িতে আসেন। তারপর ফরাক্কার বিজেপির কর্মীদের সাথে দেখা করেন,দেখা করলেন চলতি মাসে ১০ তারিখে এক নাবালিকা ধর্ষণ ও নির্যাতন হওয়া পরিবারের সাথে কথাও বলেন। উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি মাফুজা খাতুন, বিজেপি নেতা সুজিত দাস।প্রায় ৩০ মিনিট কর্মীদের নিয়ে বৈঠক করেন, তারপর মালদার উদেশ্য রওনা দেন। বিজেপির কর্মী বৈঠক করার পর রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক দের জানান রাজ্যে হিংসা চলছে সরকার কোনো কন্ট্রোল করতে পারছে না , সরকার চাইছে রাজ্যে হিংসা হোক বিরোধী দল শুন্য হোক তার জন্য আমরা নির্বাচন কমিশনে গেছি ও হাই কোর্ট এ গেছি, সরকার চাইনা পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হোক, এই দিন নির্যাতন পরিবারের সাথে কথা বলে জানান আমরা তাঁদের সাথে আছি আমরা এর বিচার চাই , যে অন্যায় তাঁদের সাথে হয়েছে কোর্টএ কেস করা হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলেছি আজকে ফরাক্কায় তাঁদের সাথে দেখা করতে এসছিলাম, এবং পরিবারদের সাথে কথাও বললাম। পশ্চিমবঙ্গের শাসনদল যে ভাবে অন্যায় এবং হিংসা ছড়াচ্ছে তার মূকাবিলার করার জন্য আমাদের যা করার আমরা করবো।
Related Posts
আজ হালকা বৃষ্টি হতে পারে বঙ্গে
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমে জেলাগুলিতে | পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । গাঙ্গেয়…
শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো মালদহের চাঁচল থানার পুলিশ
মালদা:২৮ সেপ্টেম্বর শারদীয়া উৎসবের আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো মালদহের চাঁচল থানার পুলিশ।অভিযান চালিয়ে তিনজন সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার…
ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতের খবর প্রকাশ্যে
আসলে মঙ্গলবার ভোটগণনার দিনই ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। তাতে আহত হয়েছেন দুই শিবিরের কর্মী-সমর্থকই। এদিন সেই আহত বিজেপি…