মালদাঃ- নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন প্রচারে পারদ বাড়ছে। বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে ৪৩(তপঃ:উপ:) হবিবপুর বিধানসভার তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রদীপ বাক্সে সমর্থনে আজ শনিবার সকাল থেকে বাইক রেলি মাধ্যমে ভোট প্রচার করা হয়। হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন এলাকায় হূঠ খোলা গাড়িতে চেপে সকাল থেকে ঐ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাক্সে সমর্থনে বাইক মিছিল বের করে ভোট প্রচার করেন। এদিন সকাল থেকে খেলা হবে গান বাজিয়ে পাকুয়াহাট অঞ্চলের বারোমাইল.তেলিপাড়া.শালালপুর. সহ বিভিন্ন এলাকায় বাইক রেলি করে ভোট প্রচার করেন হবিবপুর বিধানসভার কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ বাক্সে। এদিন এই প্রচারটি বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে পাকুয়াহাট দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
Related Posts
মিলল পর্যটনকেন্দ্র খোলার অনুমতি
করোনা ভাইরাসের জেরে করা বিধিনিষেধ করা হয় রাজ্যজুড়ে | তবে এবার কিছুটা শিথিল করা হয়েছে সেই বিধি-নিষেধ | অবশেষে বেশ…
বৃষ্টিতে ভিজল কলকাতা
গত কালকের পর আজকেও দিন ভোট বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | তুলনামূলকভাবে গতকালকের তুলনায় বেড়েছে বৃষ্টির পরিমাণ | উত্তর ও দক্ষিণ…
বাংলাতে নিম্নচাপের হাত ধরে প্রবেশ করতে চলেছে বর্ষা
বাংলাতে নিম্নচাপের হাত ধরে প্রবেশ করতে চলেছে বর্ষা, জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরের…